পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদন্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে একদলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ দেব না। দেশে এবার একদলীয় কোনো নির্বাচন হবে না। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ মানববন্ধন আয়োজন করে। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি করার প্রতিবাদে আগামী ২৫ মে সারাদেশের সকল আইনজীবী সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
ব্যারিস্টার মওদুদ বলেন, আমি মনে করি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিবাচক ভবিষ্যত নিয়ে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে এবং খালেদার ভিশন ২০৩০ এটা বিরাট একটা উদ্দীপনা সৃষ্টি করেছে, মানুষকে উজ্জীবিত করেছে, নতুন আশা এবং প্রত্যাশা এনেছে। ঠিক সেই মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটিয়েছে ইচ্ছাকৃতভাবে পরিবেশটা নষ্ট করার জন্য। মওদুদ বলেন, এটা হলো সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু পরিবেশ যাতে না হয় কোনো দিন এবং এই পরিবেশকে বিনষ্ট করার জন্যই আজকে তারা এই হীনমন্যতার পরিচয় দিয়েছে। এই কর্মকান্ডের মাধ্যমে বর্তমান সরকার তাদের যে ফ্যাসিবাদী চরিত্র, সেই চরিত্রেরই প্রতিফলন ঘটিয়েছে তারা।
তিনি আরও বলেন, আমরা এবার আওয়ামী লীগকে একদলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ ইনশাআল্লাহ দেব না। এবার একদলীয় কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। দেশের জাতীয়তাবাদী দলের অংশগ্রহণে এবার নির্বাচন হবে, এবং সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা যে সমর্থন জাতীয়তাবাদী দলের পক্ষে এবং তাদের আদর্শের পক্ষে এবং খালেদা জিয়ার ভিশন ২০৩০ এর প্রতি যে আস্থা জন্মেছে তারই প্রমাণ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণ দেবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনে পরিচালনায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এসময় আরো উপস্থিত ছিলেন- ফাহিমা নাসরিন মুন্নী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাঈদুল ইসলাম, মির্জা আল মাহমুদসহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।