Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্রণী ব্যাংকের পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব রির্পোট : অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সকালে হয়ে যাওয়া পরীক্ষা বাতিলের দাবিতে গতকাল সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে পরীক্ষার্থীরা অবস্থান নেন। সেখান থেকে তাঁরা ব্যবসায় শিক্ষা অনুষদে গিয়ে ব্যাংকিং বিভাগের সামনে আধা ঘণ্টা অবস্থান করেন। দরপত্রের মাধ্যমে এই বিভাগ থেকে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।এছাড়া দুপুরে শাহবাগে গিয়ে ১৫-২০ মিনিটের জন্য মূল সড়ক অবরোধ করেন। পরে নতুন কর্মসূচি ঘোষণা মাধ্যমে গতকালের কর্মসূচি শেষ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শুক্রবারের পরীক্ষা বাতিল ছাড়াও তাঁদের আরও দুটি দাবি রয়েছে। দাবিগুলো হলো প্রশ্ন ফাঁসে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরন ও ভবিষ্যতে প্রশ্ন ফাঁস হবে এমন নিশ্চয়তা দেওয়া। আজ ১১টার দিকে তারা আবারও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ঘেরাও করবেন বলে তারা জানায
 উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অগ্রণী ব্যাংকের পরীক্ষা হয়। কিন্তুপ্রশ্নপত্র ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে বিকেল অনুষ্ঠিত হওয়া পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য, সকালের পরীক্ষা হয়ে যাওয়ায় সেটা বাতিল করা হবে না।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অন্য রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশও তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। ওই পরীক্ষায় অংশ নেওয়া ১৫ পরীক্ষার্থীর করা রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে ও পরীক্ষার ফলাফল বাতিলে বিবাদিদের নিষক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, ব্যাংকার্স সিলেকশন কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জনতা ব্যাংকের এমডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ