মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর পশ্চিম তীরে একটি স্কুলসহ ফিলিস্তিনের বেশ কিছু বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলের আইনশৃঙ্খলা বাহিনী। এতে গৃহহীন হয়ে পড়েছে ১০টি ফিলিস্তিনি পরিবার। গত বুধবার বাড়িগুলো ধ্বংস করা হয় বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানা গেছে। সংস্থাটির মানবিক ও উন্নয়ন সহায়তা কর্মসূচির সমন্বয়কের দেওয়া শুক্রবারের এক বিবৃতি থেকে জানা যায়, বুধবার ফিলিস্তিনের নাবলুসের দক্ষিণে খিরবেত তানা এলাকায় ওই ভাঙচুর চালানো হয়। ওই দিন ৪১টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে শিশুসহ বাস্তুচ্যুত হয়েছে ৩৬ ফিলিস্তিনি। ওই বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের পর থেকে গত বুধবারই সবচেয়ে বেশি স্থাপনা গুঁড়িয়ে দেয় ইসরাইল। খিরবেত তানায় প্রায় ২৫০ জন মানুষ বসবাস করে। এখানকার অধিবাসীরা গবাদি পশু লালনপালন ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তবে খিরবেত তানাকে ‘গোলাগুলির স্থান’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।