Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও বিয়ে করলেন মারডক

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিডিয়া মুঘল হিসেবে পরিচিতি পাওয়া রুপার্ট মারডক অভিনেত্রী-মডেল জেরি হলকে বিয়ে করেছেন। বিবিসি বলছে, যুক্তরাজ্যের দি টাইমস ও দি সান সংবাদপত্রসহ টেলিভিশন ও বিনোদন বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ৮৪ বছর বয়সী মারডকের এটি চতুর্থ বিয়ে। লন্ডনের স্পেনসার হাউজে তাদের বিয়ের অনুমতি হয়। তবে তার নতুন স্ত্রী ৫৯ বছর বয়সী সাবেক মার্কিন মডেল জেরি হলের এটাই প্রথম বিয়ে। অবশ্য এরআগে পপ তারকা রোলিং স্টোন ব্যান্ডের মিক জ্যাগারের সাথে তার বিয়ের কথা শোনা গেলেও তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী মারডক বিয়ের অনভূতি প্রকাশ করতে ট্যুইটারে লিখেছেন, তিনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ও সুখী মানুষ। ২০১৩ সালে তৃতীয় স্ত্রী ওয়েনডি ডেঙ-এর সঙ্গে মারডকের বিচ্ছেদ হয়। গেল গ্রীষ্ম থেকে জেরি হলের সঙ্গে মারডকের সম্পর্কের কথা শোনা যায়। তাদের গেল অক্টোবরে লন্ডনে রাগবি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচে একসঙ্গে প্রথম দেখা যায়। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারও বিয়ে করলেন মারডক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ