Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

নাগরিকত্ব ছাড়লেন সাড়ে তিন হাজার মার্কিনি

আয়করের ঝামেলা এড়াতে পাসপোর্ট ফেরত

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আয়করের ঝামেলার ভয়ে যুক্তরাষ্ট্রের বাইরে অর্থাৎ বিদেশে বসবাসকারী ও কর্মরত সাড়ে তিন হাজার মার্কিনি স্বেচ্ছায় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে তারা ফেরত দিয়েছেন তাদের পাসপোর্টও। এ সংক্রান্ত নানা জটিলতাসহ ইন্টারনাল রেভেন্যু সার্ভিসের (আইআরএস) অহেতুক হয়রানির মুখোমুখি হওয়ার ভয়ে অনেক মার্কিনি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন। ২০১০ সালে ‘ফরেন একাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর এ ঝামেলা বেড়েছে। এর ফলে স্বেচ্ছায় মার্কিন নাগরিকত্ব ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। ছয় বছর আগে নতুন আইন কার্যকর হওয়ার পর কর নিয়ে নাগরিকদের মাথাব্যথা অনেকাংশেই বেড়েছে। আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি সংখ্যক আমেরিকান নিজের দেশের পাসপোর্ট ফেরত দিয়ে নাগরিকত্ব ছাড়ছেন বলে সিএনএন মানির এক প্রতিবেদনে বলা হয়েছে। সরকারি তথ্য বিশ্লেষণ থেকে দেখা গেছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে দীর্ঘ মেয়াদে বসবাসরতদের দেশটির সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক চুকিয়ে ফেলার হার আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেড়ে রেকর্ড ৩,৪১৫ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা ২০০৮ সালের তুলনায় ১৮ গুণ বেশি। সাম্প্রতিক বছরগুলোতে এর প্রবণতা আরো বেড়েছে বলে সিএনএন মানি জানিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ২৩১, ২০০৯ সালে ৭৪২, ২০১০ সালে ১৫৩৪, ২০১১ সালে ১৭৮১, ২০১২ সালে ৯৩৩, ২০১৩ সালে ৩০০০, ২০১৪ সালে ৩৪১৫ জন নাগরিকত্ব ছেড়েছেন। এদের বেশিরভাগই বিদেশে কর্মরত আমেরিকান। বিদেশে বসবাসরতদের সেখানকার নির্দিষ্ট কিছু সম্পদ এবং ব্যাংক হিসাবের তথ্য জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে, যাতে আমেরিকানদের সব বিদেশি অ্যাকাউন্ট প্রকাশ হয়। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাগরিকত্ব ছাড়লেন সাড়ে তিন হাজার মার্কিনি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ