Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার পাকিস্তান থেকে ভারতে গোপন সুড়ঙ্গ

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর গোপন সুড়ঙ্গের কথা সর্বজনবিদিত। মিশরের সিনাইয়ের সাথে গাজাবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম এই সুড়ঙ্গ। অন্যদিকে হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ ইহুদিবাদী ইসরাইলের কাছে এক আতঙ্কের নাম। তবে এবার গোপন সুড়ঙ্গের সন্ধান মিলেছে পাকিস্তান ও ভারতের মধ্যে। অন্তত ভারতীয় জওয়ানদের অভিযোগ তেমনই। বিএসএফের অভিযোগ, পাকিস্তান থেকে জঙ্গিরা যাতে লুকিয়ে ভারতে ঢুকতে পারে সেই জন্যই এই সুড়ঙ্গ কাটা হয়েছিল। জম্মু-কাশ্মীরের পুরা সেক্টরে এই সুড়ঙ্গটির খোঁজ পান বিএসএফ জওয়ানরা। সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি দেখে জম্মু সেক্টরে নিকি তাওয়াই নদীর কাছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেন জওয়ানরা। তখনই খোঁজ মেলে এই গোপন সুড়ঙ্গের। বিএসএফের জম্মু ফ্রন্টিয়ারের মহাপরিচালক রাকেশ শর্মা বলেন, ‘সুড়ঙ্গটির আয়তন বিশাল। মনে হচ্ছে বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা হচ্ছে। অনুপ্রবেশকারীরা এই সুড়ঙ্গ দিয়ে হয়তো প্রবেশ করার পরিকল্পনা করছিল। হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার পাকিস্তান থেকে ভারতে গোপন সুড়ঙ্গ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ