Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদী প্রেসক্লাবে পিইউবি’র সাংবাদিক সম্মেলন

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : অবশেষে ২৪ লাখ মানুষের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নরসিংদীতে প্রতিষ্ঠিত হচ্ছে কাঙ্খিত বিশ্ববিদ্যালয়। নির্বাচনী ওয়াদা হিসেবে শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লা তার নিজস্ব মালিকানাধীন ‘দি পিপল্স ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র (পিইউবি) স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করছেন শিবপুরে। স্থান হিসেবে বেছে নিয়েছেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শিবপুরের পাহাড়িয়া এলাকার সৃষ্টিগড় গ্রামকে। আগামী সেপ্টেম্বর মাস থেকে পিইউবি’র এই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১১ টায় নরসিংদী প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য এক সাংবাদিক সম্মেলনে পিইউবি’র অতীত সাফল্যগাঁথাসহ সার্বিক অবস্থা বিবৃত করবেন পিইউবি’র বোর্ড অব স্টাডিজ’র সভাপতি এমপি সিরাজুল ইসলাম মোল্লা। বক্তৃতা করবেন বোর্ড অব স্টাডিজ’র সদস্য সচিব প্রফেসর ড. শামীমা মান্নান শাহেদ। ড. শামীমা মান্নান শাহেদ স্বাক্ষরিত এক দাওয়াতপত্রে এই তথ্য জানানো হয়েছে। আলোচনা ও সমালোচনা চলছে  দাওয়াতপত্রের শব্দ বিন্যাস ও বাক্য বিন্যাস নিয়ে। একজন শিক্ষাবিদ বলেছেন, দাওয়াতপত্রের দাওয়াত অংশে ১৯টি লাইনে ১৫৫টি শব্দ ব্যবহার করা হয়েছে। এই লাইন ও শব্দ সংখ্যা আধুনিক দাওয়াতপত্রের ক্ষেত্রে অতিরিক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরসিংদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ