Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদী পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে
নরসিংদী পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের আয়-ব্যয়ের বাজেট ঘোষণা করা হয়েছে। গত রোববার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে প্যানেল মেয়র মোঃ আলমাছ মিয়া আনুষ্ঠানিকভাবে প্রণীত বাজেট পাঠ করেন। এবারের ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে ১২২ কোটি ৪৭ লক্ষ ৩০ হাজার ৫৬৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১১৯ কোটি ৩৬ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ১০ লক্ষ ৭০ হাজার ৬৫ টাকা। প্যানেল মেয়র মোঃ আলমাছ মিয়া বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্যানেল মেয়র-২ মোঃ রিপন সরকার, প্যানেল মেয়র-৩ ইয়াছমিন সুলতানা, কাউন্সিলর রোকনুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা, কাউন্সিলর পীরজাদা মোহাম্মদ আলী, শিক্ষক নেতা আফসার উদ্দিন মাস্টার। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তৃতা করেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার প্রমুখ। সাংবাদিক সম্মেলনে প্যানেল মেয়র আলমাছ মিয়া জানান, মরহুম মেয়র আলহাজ লোকমান হোসেনের স্বপ্ন বাস্তবায়নে নরসিংদী পৌরসভা এখন শুধু রাস্তা-ঘাট, ড্রেন, বাজার ইত্যাদির অবকাঠামোগত উন্নয়নই করবে না, আর্থ-সামাজিক উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়েছে। পৌরসভায় বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ, বস্তি পর্যায়ে ঋণ প্রদান প্রক্রিয়া চলমান রয়েছে। এ সব প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এডিবি এবং বাংলাদেশ সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরসিংদী পৌরসভার বাজেট ঘোষণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ