Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লড়াইয়ে ১১ বাংলাদেশি প্রচারণায় চাঙ্গা টিউলিপ

৮ জুন ব্রিটেনের সাধারণ নির্বাচন

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

ফয়সাল আমীন, যুক্তরাজ্য থেকে : গত ১১ মে শেষ হলো ব্রিটেনের সাধারণ নির্বাচনের মনোনয়ন পত্র জমা। প্রাপ্ত তথ্যে, মধ্যবর্তী এ নির্বাচনে  প্রতিদ্ব›িদ্বতায় করছেন বাংলাদেশী বংশোদ্ভূত ১১ জন প্রার্থী। তারই অংশ হিসাবে সরব প্রচারণা চলছে প্রার্থীদের নির্বাচনী এলাকায়। ডোর টু ডোর প্রার্থীদের ব্যক্তিগত লিফলেট বিলি ব্রিটেনের নির্বাচনী প্রচারনার অন্যতম বৈশিষ্ট্য। এরই মধ্যে গত ১৬ মে লেবার পার্টি ও ১৮ মে কনজারবেটিভ পার্টি নির্বাচনী ইশতিয়ার ঘোষণা করে নির্বাচনী পরিবেশ কে চাঙ্গা করে তুলছে। গণমাধ্যমসহ সামাজিক সাইটগুলোও একইভাবে নির্বাচনী নানাদিক বিশ্লেষণে মনোযোগী। গোটা ব্রিটেনসহ বিশ্ববাসী লেবার ও কনজারবেটিভের রাজনীতিক শক্তিমত্তা দেখতে আগামী ৮ জুনের অপেক্ষায় প্রহর গুনছে। তবে এরকম পরিস্থিতির মধ্যেও ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীর মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হ্যামস্টেড এন্ড কিলবার্ন আসনটির নির্বাচনের চুড়ান্ত ফলাফলের ভবিষ্যত নিয়ে।  এ আসনের বর্তমান এমপি, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  নাতনি টিউলিপ সিদ্দিক। এবারও তিনি এ আসন থেকে প্রতিদ্ব›ি›দ্বতায় নেমেছেন। তার পক্ষে জোরেশোরে প্রচারনায় অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভাবে মাঠ থেকে প্রচারনা কে বেগবান করে রেখেছেন। এতে করে বাংলাদেশীদের মিলন মেলায় যেন পরিণত হয়েছে, এ আসনটির নির্বাচনী প্রচারনার চিত্র। সেই সাথে বাংলাদেশি কমিউনিটিতে নির্বাচনী প্রধানত একটি প্রশ্ন টিউলিপ পাশ করবে তো? এ প্রশ্নের মধ্যে দিয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার বার্তা খুজেন অনেকে। কেননা, বাংলাদেশের সরকারী দল আওয়ামীলীগ ও বিরোধী দল বিএনপিসহ শরিকান সমর্থকদের চোখে (ব্রিটেনে বসবাসরত) টিউলিপ এর জয়-পরাজয়ের অর্থ একই না। স্থানীয় আওয়ামীলীগ সমর্থকরা মনে করেন টিউলিপ এর সফলতা মানে আ্ওয়ামীলীগের ও বাংলাদেশ জয়, অন্যদিকে বিরোধী দল বিএনপিও শরিকান সমর্থকদের অনেকে  মনে করেন টিউলিপ এর পরাজয় মানে আওয়ামী লীগ এর পরাজয়। যে কারনে ২০১৫ সালে ব্রিটেনের সাধারন নির্বাচনে প্রথমবারের মতো লেবারের মনোনয়নে প্রার্থী হন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের রাজনীতিক অস্থিরতায় বিরোধী পক্ষের সক্রিয় ধাক্কা এসে লাগে, সেসময় টিউলিপ বিরোধীতায়। তারর্পও টিউলিপ বিজয়ী হন। সেই নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর ভূমিকা ছিল প্রশংসনীয়। এবারও তিনি দলের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে মাঠে সক্রিয়। এতে করে টিউলিপ এর আসনে নির্বাচনী প্রচারনা  আলাদা মাত্রায় আলোচিত।
২০১৫ সালের নির্বাচন্ওে বিভিন্ন দল থেকে ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে লেবার দলীয় প্রার্থী হিসাবে, রুশনারা আলী, ডা. রূপা হক ও টিউলিপ রেজওয়ানা সিদ্দিক নির্বাচিত হয়েছিলেন। এবারকার নির্বাচনে তারা ৩ জন স্ব স্ব আসনে বিজয় ধরে রাখার প্রত্যয়ে সক্রিয় থেকে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। লেবার দলের ৫ জন বাংলাদেশী প্রার্থীদের তালিকায় আছেন, বেথনালগ্রীন এন্ড বো আসনে রুশনারা আলী, হ্যামস্টেড এন্ড কিলবার্ন আসনে টিউলিপ সিদ্দিক, ইলিং সেন্ট্রাল এন্ড অ্যাকটন আসনে ডা. রূপা হক, ্ওয়েলিং এন্ড হ্যাটফিলড আসনে ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া এবং বেকেনহাম আসনে মেরিনা আহমদ। লেবার দল থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন  স্কটল্যান্ডের এডনিবরা সাউথ ওয়েস্ট থেকে ফয়ছল চৌধুরী এমবিই এবং পোর্টসমাউথ নর্থ থেকে আব্দুল্লাহ রুমেল খান। লিবারেল ডেমোক্রেট দলের লুটন সাউথ আসনে আশুক আহমদ এমবিই,  ওয়াইর ফরেস্ট আসনে প্রার্থী হয়েছেন  সাজু মিয়া। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেথনালগ্রিন এন্ড বো আসনে আজমল মাশরুর, পপলার এন্ড লাইম হাউস আসনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের  সাবেক ডেপুটি মেয়র ওলিউর রহমান। প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের সকল-ই ভোট যুদ্ধের কমিবেশি অভিজ্ঞতা রয়েছে। সুশৃংখল পরিবেশে তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে, বিগত অভিজ্ঞতাকে পুজি করে। সেই সাথে দলের লক্ষ্য- উদ্দেশ্যসহ স্থাণীয় স্বার্থ রক্ষায় নিজেরা জনগনের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়ে ভোট চাইছেন।



 

Show all comments
  • আরাফাত ২১ মে, ২০১৭, ২:১১ এএম says : 0
    শুভ কামনা রইলো তার জন্য।
    Total Reply(0) Reply
  • sabuj ২১ মে, ২০১৭, ১২:১২ পিএম says : 0
    শুভ কামনা রইলো তার জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ