প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে গানমেলা। আগামী ২২ মে নিউইয়র্ক সময় রাত ৮ টায় এটি অনুষ্ঠিত হবে। মেলায় গান পরিবেশন করবেন মাকসুদ ও ঢাকা, জানে আলম, দিলরুবা খান, চন্দনা মজুমদার ও শিমুল খান। এছাড়া অনুষ্ঠানে সখীরে গানের শিল্পী তানভীর শাহিন ও প্রবাসী শিল্পী শাহ মাহবুবও গান গাইবেন। গানমেলার আয়োজক তানভীর শাহিন। গানমেলায় অংশ নিতে এরই মধ্যে দিলরুবা খান, চন্দনা মজুমদার ও শিমুল খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আয়োজক তানভীর শাহিন বলেন, এবারের গানমেলা একটু লোক ধাঁচের গান দিয়ে সাজানো হয়েছে। অন্যান্য ঘরানার গানও থাকবে। প্রবাসীরা ইউটিউব কিংবা অন্যান্য মাধ্যম থেকে বাংলাদেশের গান শোনে। এবার প্রবাসী বাঙালিদের ভিন্ন কিছু উপহার দিতেই এই আয়োজন করতে যাচ্ছি। মেলায় অংশগ্রহণকারি শিল্পীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এসেছি গান শোনাতে। কোন কোন গানগুলো গাইবো তার প্রস্তুতি চলছে। গানমেলায় ভালো একটা শো করতে পারবো বলে আশা করি। এছাড়াও কয়েকটি অনুষ্ঠানে গান গাইবো। গানমেলার পাশাপাশি বাংলাদেশের শিল্পী যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আমন্ত্রণে আরো কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।