Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পকলায় গানমেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিল্পকলা একাডেমির মাঠে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)-এর এবারের গানমেলা অনুষ্ঠিত হবে কিনা, এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনিশ্চয়তার কারণ মাঠ পাওয়ার অনুমতি নিয়ে। গত বছর একাডেমির এই মাঠে সফলভাবে দেশের প্রথম ‘গানমেলা’ অনুষ্ঠিত হয়েছিল। এ বছরও এপ্রিলে মেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা। এ নিয়ে প্রস্তুতিও চলছে। সময় ঘনিয়ে এলেও শিল্পকলা একাডেমির মাঠ বরাদ্দের আনুষ্ঠানিক অনুমোদন পায়নি আয়োজকরা। এমআইবির সভাপতি ও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ‘শিল্পকলা একাডেমি আমাদের মেলা আয়োজন করার অনুমোদন দিচ্ছে না। আমরা গত বছর সফলভাবে মেলাটি করেছিলাম। আমরা চেয়েছি, এ মাঠেই প্রতিবছর মেলার আয়োজন করতে। কিন্তু শিল্পকলা একাডেমি আমাদের অনুমতি দিচ্ছে না। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ভাই আমাদের বলেছেন, তাদের অস্তিত্ব বিলীন করে মেলার জায়গা দিতে পারবেন না। এটা কী ধরনের কথা, সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না।’ এদিকে সিএমভির কর্ণধার ও এমআইবি’র মহাসচিব এসকে শাহেদ আলী বলেন, ‘আমরা গত বছর শিল্পকলার সমর্থন নিয়ে সুন্দর-সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করেছি। এখানে শিল্পকলার অস্তিত্ব বিলীন হওয়ার মতো প্রসঙ্গ আসতে পারে না। তাছাড়া শিল্পকলা তো শুধু নাটকের জন্য নয়, গানও শিল্পকলার অংশ। বাংলা গানের প্রচার ও প্রসার কি শিল্পকলা চায় না? সংগীতাঙ্গনে এখন এসব প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে। আমার প্রত্যাশা শিল্পকলা এবং সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনা করবেন বাংলা গানের বিকাশের স্বার্থে।’ এদিকে এ ব্যাপারে শিল্পকলা একাডেমির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, শুধু শিল্পকলা অনুমতি দিলেই হবে না। গানের মেলা আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। সেখানে অনুমতি চাওয়া হয়েছে। মন্ত্রণালয় যদি অনুমতি দেয় তাহলে মেলা হবে, অনুমতি না দিলে আমাদের পক্ষ থেকে কিছুই করার নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পকলা একাডেমির একজন কর্মকর্তা জানান, গত বছর ‘গানমেলা’ একাডেমির নাট্যচর্চায় ব্যাঘাত ও শব্দ দূষণ করেছে। বিষয়টি বিবেচনা করেই এবার মেলার অনুমতি পাবে কিনা সন্দেহ। তবে এমআইবি’র নেতারা বলছেন, শিল্পকলায় ভেন্যুর অনুমোদন না পেলেও ‘গানমেলা’ স্থগিত করা হবে না। গতবারের মতো এবারের মেলাও ১০ দিনের হবে। এমআইবির মহাসচিব ও সিএমভির কর্ণধার এসকে শাহেদ আলী বলেন, ‘একটা ভেন্যুর কারণে তো আর মেলা আটকে থাকতে পারে না। রাজধানীতে ভেন্যুর অভাব নেই। তবে শিল্পকলা একাডেমি এখনও আমাদের প্রথম পছন্দ। তবে আমরা বিকল্প ভেন্যুও দেখছি। এ ব্যাপারে সরকারের ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছি।’ জানা যায়, এবারের মেলা ঘিরেও থাকছে নতুন নতুন চমক। এবারও শতাধিক অডিও-ভিডিও অ্যালবাম প্রকাশিত হবে। পাশাপাশি থাকবে প্রতিদিন উন্মুক্ত মঞ্চে বাংলাদেশের গান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং জমকালো কনসার্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পকলায় গানমেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ