Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

টিকফা’র সভায় জিএসপি নিয়ে আলোচনা হয়নি

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম


বৈঠক ফলপ্রসূ দাবি করলেন বাণিজ্য সচিব
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি- টিকফা কাউন্সিলের তৃতীয় বৈঠকে জিএসপি ইস্যু তোলেনি ঢাকা। তবে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু।
গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব জানান, বৈঠকে জিএসপি (যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারভিত্তিক অবাধ বাজার সুবিধা) সুবিধা পুনরায় চালুর বিষয়টি তোলেনি বাংলাদেশ। যে কারণে এ বিষয়ে কোনো আলাপ হয়নি।
সভায় বাংলাদেশের পক্ষে ২১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শুভাশীষ বসু। যুক্তরাষ্ট্রের পক্ষে সভায় অংশ নেওয়া ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনসকট। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও এতে অংশ নেন।
বাণিজ্য সচিব বলেন, টিকফার সভায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার প্রবেশাধিকার সহজীকরণ, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল ইকোনমি, বাংলাদেশে ভৌত অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশে শুল্ক ও অশুল্ক বাধা হ্রাসকরণ, ওষুধ আমদানি প্রক্রিয়া স্পষ্টকরণ, মেধাস্বত্ব সংরক্ষণ, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা ও এনার্জি সেক্টরে বিনিয়োগ, চুক্তি বলবৎকরণ, সরকারি ক্রয়পদ্ধতি ও লেবার ইস্যু নিয়েও টিকফার সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনার দিক থেকে যুক্তরাষ্ট্র তার প্রথম স্থান হারিয়েছে। একক দেশ হিসেবে এ স্থান এখন দখল করেছে জার্মানি। কিন্তু বাংলাদেশি পণ্য বিক্রি করে যুক্তরাষ্ট্র শুল্ক আদায় করেছে বেশি। দুই দেশের বাণিজ্য বৈষম্য দূর করতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ১৫-২০ বছর পরে অর্থনৈতিকভাবে কীভাবে পরিচালিত হবে তার একটা রূপরেখা এ সভায় তুলে ধরা হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব।
শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশ কি কি পদক্ষেপ নিয়েছে সভায় তা তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, এ সভাটি হয়েছে দ্বিমুখী আলোচনায়। আমরা জানতে চেয়েছি, ট্রাম্প সরকারের বাণিজ্য নীতি কি ধরনের হতে পারে। তারা এ বিষয়ে ধারণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, এ সভা জিএসপি নিয়ে আলোচনার প্লাটফর্ম নয়। এখানে বাণিজ্য বৃদ্ধির সব কৌশল নিয়ে আলোচনা হয়েছে। তবে সম্প্রতি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্য দেশ থেকেও কম পণ্য কিনেছে যুক্তরাষ্ট্র।
গতকাল সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উচ্চ পর্যায়ের এই বৈঠক শুরু হয়। শেষ হয় বিকাল সাড়ে ৫ টায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিএসপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ