Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিএসপি সুবিধা হারালে ইইউতে পোশাক রফতানি কমবে ৯.৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জিএসপি সুবিধা হারালে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমবে বছরে সাড়ে ৯ শতাংশ। যা থেকে আয় কমবে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। এমন তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউট-পিআরআই। গত বৃহস্পতিবার উন্নয়শীল দেশে বাংলাদেশের পোশাক খাতের রপ্তানি নিয়ে গবেষণার তথ্য তুলে ধরে সংস্থাটি। মূল প্রবন্ধে পিআরআইয়ের গবেষক ড. আবদুর রাজ্জাক বলেন, শ্রমিকের মজুরি কম হওয়ায় পোশাক তৈরি ও বাজারজাতকরণে বাংলাদেশ তুলনামূলক সুবিধা পেয়ে থাকে। শুল্কমুক্ত সুবিধা হারালে পণ্যের দাম বাড়বে, কমবে বাজারও। বক্তারা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরেণের পর বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধার জন্য আবেদন করতে পারে। তবে বিদ্যমান জিএসপি মানদন্ড বিবেচনায় সেই সুবিধা পাওয়া কঠিন হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিএসপি সুবিধা হারালে ইইউ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ