Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

ময়মনসিংহ রেলওয়ের টিআরআই শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম


ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহে রেলওয়ে টিআরআই শওকতউজ্জামান শাহীনের অনিয়ম দুর্নীতি তুলে ধরে রেলমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন জনৈক এক ব্যক্তি। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, ময়মনসিংহে রেলওয়ে টিআরআই শওকতউজ্জামান শাহীনের লাগামহীন অনিয়ম দূর্নীতির কারনে রেলওয়ের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়ে পড়েছে। তার নামে রেলওয়ে মালগুদাম এলাকায় একটি কোয়াটার বরাদ্ধ থাকলেও তিনি থাকেন ক্রয়কৃত ফ্লাট বাসায়। ফলে তার নামে বরাদ্ধকৃত কোয়াটারটি সে ৭জন ভাড়াটিয়ার কাছে ভাড়া দিয়ে বিদ্যুতের সাব মিটার লাগিয়ে এদের প্রত্যেকের কাছ থেকে বছরের পর বছর বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল আদায় করে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ রয়েছে, শাহীন রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে রেলওয়ের টিকিট কালো বাজারী, নিয়োগ বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।
এসব বিষয়ে জানতে চাইলে টিআরআই শওকতউজ্জামান শাহীন বলেন, আমি ৩৮ লাখ টাকায় কেনা ফ্লাট বাড়ীতে বসবাস করি। আর আমার বরাদ্ধকৃত কোয়াটার সাব ভাড়া দিয়েছি সত্য তবে আমার বেতন থেকে সরকার বাড়ী ভাড়া কেটে নিচ্ছে। তিনি বলেন, আমার প্রতিপক্ষরা নানা বানোয়াট অভিযোগ তুলেছে। এগুলো সত্য নয়। তবে সচেতন মহলের দাবী, তার বিরুদ্ধে অভিযোগগুলো গোয়েন্দা নজরদারীতে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া দরকার। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ