Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নড়াইল জিতেছে

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন তৃতীয় মহিলা হকির সুপার লিগে প্রথম ম্যাচেই জিতেছে নড়াইল জেলা। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নড়াইল ৩-০ গোলে হারায় রাজশাহী জেলাকে। বিজয়ী দলের কিমি কর্মকার, নমিতা কর্মকার ও তাসলিমা তামান্না একটি করে গোল করেন। আজ একই মাঠে বেলা তিনটায় রাজশাহীর মুখোমুখি হবে ঝিনাইদহ জেলা।

এমটিবি স্কোয়াশ
স্পোর্টস রিপোর্টার : মিউচুয়ার ট্রাস্ট ব্যাংক স্বাধীনতা কাপ স্কোয়াশের অনূর্ধ্ব-১৫ গ্রুপের ফাইনালে ওঠেছে আর্মি ক্লাবের নাজমুল ও বিপুল ফাইনালে ওঠেন। শুক্রবার গুলশান ক্লাবে এই বিভাগে আর্মি ক্লাবের নাজমুল ৩-০ সেটে একই ক্লাবের ইলিয়াসকে এবং আর্মি ক্লাবের বিপুল ৩-০ সেটে একইদলের রুবেলকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে ফাইনালে ওঠেন। এ-বিভাগের খেলায় নৌবাহিনী ক্লাবের সাইফুল মিয়া ২-০ সেটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের তৌহিদ ফিরোজকে এবং চট্টগ্রাম ক্লাবের রাম গোপাল ২-০ সেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিপক চৌহানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। বি-গ্রুপে নৌবাহিনী ক্লাবের ক্যাপ্টেন জামিল হোসেন ২-১ সেটে গুলশান ক্লাবের তানভীরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের আনিসুল হক ২-০ সেটে গুলশান ক্লাবের রাজিবকে হারান। এয়াড়া অনূর্ধ্ব-১১ বিভাগে আর্মি ক্লাবের সোহান ৩-০ সেটে একই ক্লাবের আরিফকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে ফাইনালে ওঠেন। প্রিমিয়ার বিভাগের নেপালের অমরিত থাপা মাগার ৩-২ সেটে ঢাকা আর্মিকলাবের মাসুদ রানাকে হারান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নড়াইল জিতেছে

৫ মার্চ, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ