Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বিএনপির তৃণমূলের প্রতিনিধি সভায় দুদু

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম


দেশের মানুষ বিএনপির জন্য অপেক্ষা করছে
সাদিক মামুন, কুমিল্লা থেকে : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং দলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর টিম লিডার শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি দেশের প্রতিটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছে। ক্ষমতায় যেতে জনগণের ভোট ছাড়া কখনো কাউকে বিএনপির প্রয়োজন হয়নি। আগামী নির্বাচন হবে সবদলের অংশগ্রহণমূলক নির্বাচন। ৫ জানুয়ারি মার্কা নির্বাচন আর করতে দেয়া হবেনা। এখন সর্বত্র বিএনপির রাজনীতি নিয়ে আলোচনা। দেশের গণতন্ত্রকামি মানুষ বিএনপির জন্য অপেক্ষা করছে। আওয়ামীলীগ তাদের ক্ষমতা চিরস্থায়ী করার যতো চেষ্টাই করুন না কেন আগামী দিনের সরকার হবে বিএনপির সরকার।
গতকাল সোমবার কুমিল্লা নগরীর বাদুরতলায়  কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির তৃণমূল পর্যায়ের সকল স্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে দুদু আরো বলেন শেখ হাসিনার সরকার ভারতকে অনেক কিছু দিয়েছে। এ সরকার ক্ষমতায় থাকার জন্য এখন সব কিছুই করছে। কিন্তু সময় ঘনিয়ে এসেছে ভারত-ই আওয়ামীলীগকে ছুঁড়ে ফেলে দেবে। তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে খুন হত্যা মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। কেবল সাধারণ মানুষই নয় একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হয়রানী করা হচ্ছে, মাসের পর মাস তাঁকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। আওয়ামী লীগের এসব জুলুম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিনিধি সভায় তৃণমূলের উদ্দেশ্যে দুদু বলেন, স্বৈরাচার হটিয়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে। আর এ গণতন্ত্র রক্ষায় গুম খুন উপেক্ষা করে রাজপথে নামতে হবে। আওয়ামী লীগের কোন জনসমর্থন নেই। যেখানেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেখানেই তারা পরাজিত হচ্ছে। সময় ঘনিয়ে আসছে, মনোবল শক্ত করুন, সবাই প্রস্তুত থাকুন। ভেদাভেদ ভুলে আমাদের এগুতে হবে। দলের কেন্দ্র থেকে যে নির্দেশনা দেয়া হবে সেই মোতাবেক আগামী আন্দোলন-সংগ্রামে যারা মাঠে থাকবে তাদের মূল্যায়ন করা হবে। আন্দোলনের নামে ফটোসেশনে যারা ব্যস্ত থাকে তারা দলে কোনো মূল্যায়ন আশা করবেন না।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপি দলীয় সাবেক এমপি অধ্যক্ষ মো. ইউনুছ, জাকারিয়া তাহের সুমন, কর্ণেল (অব.) আনোয়ারুল আজিম, আবদুল গফুর ভূঁইয়া, মাহবুবুর রহমান, জেলা বিএনপিসাধারণ সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা সিটি মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কু, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আয়াল খান, বিএনপি নেতা মোস্তাক মিয়া, আবুল কালাম (চৈতি কালাম), মোবাশ্বের আলম ভূঁইয়া, এসএম আলাউদ্দিন, আমিরুজ্জামান আমীর, ভিপি জসিম উদ্দিন, বরুড়া পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, অ্যাড. আলী আক্কাস, অ্যাড. কাইমুল হক রিংকু, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেরা আলাউদ্দিন, সাকিনা বেগম, ইউসুফ মোল্লা টিপু, উৎবাতুল বারী আবু, নিজাম উদ্দিন কায়সার প্রমুখ। এ প্রতিনিধি সভায় জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি

১৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ