Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার আহবান

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোরামভুক্ত দেশগুলোকে একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানোর আহবান জানিয়েছেন। গত রোববার বেইজিংয়ে ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড (বিঅ্যান্ডআর) ফোরামের উদ্বোধনী বক্তব্যে এ আহবান জানিয়েছেন তিনি। বিশ্বকে একটি অভিন্ন সড়কে যুক্ত করতে এ উদ্যোগ নিয়েছে চীন। তবে এ ফোরামে যোগ দেয়নি ভারত। দেশটির অভিযোগ, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপেক) বিরোধপূর্ণ কাশ্মীরের  (পিওকে) ওপর দিয়ে নেওয়া হচ্ছে। ভারতের দাবি, পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর (পিওকে) তাদের সার্বভৌমত্বের মধ্যে পড়ে। অমীমাংসিত এ অঞ্চল দিয়ে সিপেক নেওয়া সার্বভৌমত্বের লঙ্ঘন। তবে রোববারের বক্তব্যে জিনপিং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আন্তঃসংযুক্ত একটি বিশ্বের রূপকল্প তুলে ধরেছেন জিনপিং। সিন্ধু ও গঙ্গাসহ বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর অবদান সম্পর্কে উল্লেখ করেন তিনি। তবে তিনি ৫০ বিলিয়ন ডলারের প্রকল্প সিপেক সম্পর্কে কিছু বলেননি। সিপেক হবে বিঅ্যান্ডআরের নেটওয়ার্কের অংশ। এটি পাকিস্তানশাসিত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানের ওপর দিয়ে ওপর দিয়ে গেছে। ভারত মনে করে, জম্মু ও কাশ্মীরের পুরো অঞ্চল তাদের সার্বভৌম সীমানার অংশ। কিন্তু পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে। গত শনিবার ভারত সরকার এক বিবৃতিতে সাফ জানিয়ে দেয়, বেইজিংয়ে অনুষ্ঠেয় বিঅ্যান্ডআর ফোরামের বৈঠকে অংশ নেবে না, কারণ সিপেক তাদের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে। কিন্তু রোববার চীনের প্রেসিডেন্ট বললেন, সব দেশকে একে অপরের সার্বভৌমত্ব, মর্যাদা, সামাজিক ব্যবস্থা, মৌলিক স্বার্থ ও নিজস্ব উন্নয়নের পথকে শ্রদ্ধা করা উচিত। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ