Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংরক্ষণবাদ ত্যাগ করে বৈশ্বায়নকে আঁকড়ে ধরে কাজ করতে হবে

বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন সম্মেলনের শেষ দিনে জিনপিং

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবারও সংরক্ষণবাদ পরিত্যাগের আহŸান জানিয়েছেন। তিনি বিশ্ব নেতৃবৃন্দকে বৈশ্বয়ানকে আঁকড়ে ধরে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যারা দল বেঁধে উড়ে যান এবং লম্বা গলার রাজহংসীর মতো উড়ে বেড়ান তাদের সবাইকে এযোগে কাজ করতে হবে। গতকাল সোমবার বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন সম্মেলনের শেষ দিনের বক্তৃতায় তিনি এ আহŸান জানান। এক অঞ্চল, এক পথ বা ঐতিহাসিক সিল্ক রোডের সপক্ষে যুক্তি তুলে ধরে চীনা প্রেসিডেন্ট বলেন, বিশ্বে যে গভীর পরিবর্তনের স্রোত বয়ে চলছে তার মোকাবেলায় পারস্পরিক সহযোগিতাই একমাত্র পন্থা।
তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্ত ভূমির ওপর নেই... অথনৈতিক বিশ্বায়নকে কিছু বাধার মুখোমুখি হতে হচ্ছে। যুদ্ধ, সংঘর্ষ, সন্ত্রাসবাদ এবং শরণার্থী ও অভিবাসীদের ব্যাপক স্রোতের মতো চ্যালেঞ্জগুলো কেবল বিশ্ব অর্থনীতির ওপর ছায়া ফেলছে না বরং উন্নয়ন আরো বন্ধুর হয়ে যাচ্ছে। তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড়িয়েও অনেক দেশ সামনে এগিয়ে এসেছে। তবে ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরশীলতা ও চ্যালেঞ্জের এই বিশ্বে কোনো দেশই বৈশ্বিক এসব সমস্যা একা সমাধান করতে পারবে না। পরোক্ষভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমালোচনা করে বিশ্ব নেতাদের সংরক্ষণবাদ প্রত্যাখ্যান করার আহŸান জানান চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, রাজহাঁস ঝড়ের মধ্যেও বাতাসে অনেক দূর উড়তে পারে। কারণ, তারা দলবদ্ধভাবে ওড়ে এবং প্রত্যেকে একটি টিম হিসেবে দলকে সহযোগিতা করে। এতে এই বার্তাই দেওয়া হয়েছে যে, চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সেরা উন্নয়নের উপায় হচ্ছে পারস্পরিক সহযোগিতা। সিনহুয়া, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ