Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু আজ

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারী বিশ^বিদ্যালয় (শাখা-১)-এর বিগত ১৩ এপ্রিল ২০১৭ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপনের আলোকে ১৬/৪/২০১৭ মোতাবেক ১৮/৭/১৪৩৮ হিজরী রোজ রবিবার সকাল ১১টায় কওমি মাদরাসার সনদের মান বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠক কমিটির চেয়ারম্যান আল­ামা শাহ আহমদ শফী (দা.বা.)-এর সভাপতিত্বে তাঁরই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে পরীক্ষা ও সনদের জন্য “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” নাম নির্ধারণ করা হয় এবং অভিন্ন প্রশ্নপত্রে একই সাথে সকল কওমি বোর্ডের আওতাধীন মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। প্রজ্ঞাপনে উলি­খিত ৬ বোর্ডের নিবন্ধিত দাওরায়ে হাদীসের মাদরাসাসমূহ “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” এ নিবন্ধিত বলে গণ্য হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদনের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।
“আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বেফাকের অধীনে ও তত্ত¡াবধানে নিবন্ধিত কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা আজ ১৫ মে ২০১৭ খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে এবং ২৫ মে ২০১৭ খ্রিস্টাব্দে শেষ হবে। পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ২৯টি জোনে বিভক্ত করা হয়। মোট ২১৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের আমরা সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।     
এ পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় এ জন্য “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” দেশবাসী সকলের কাছে সহযোগীতা ও দোয়াাপ্রার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ