Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে ১০ শ্রমিক হতাহত

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে ৫ হাজার ৭০০ কোটি ডলারের চীনা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে সম্পর্কিত বহির্মুখী শহরগুলোর সংযোগ সড়কের কাজে নিয়োজিত ১০ শ্রমিক গুলিতে হতাহত হয়েছে। গত শনিবার দেশটিতে এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বেলুচিস্তান প্রদেশের উঠতি বন্দরনগরী গোয়াদারের ২০ কিলোমিটারের মধ্যে শ্রমিকদের ওপর আক্রমণের এ ঘটনা ঘটেছে। চীন-পাকিস্তান অর্র্থনৈতিক করিডোরের (সিপিইসি) দক্ষিণ কেন্দ্র হিসেবে গোয়াদারকে গড়ে তোলা হচ্ছে। নিরাপত্তা বিভাগের সিনিয়র কর্মকর্তা মোহাম্মাদ জারেফ জানান, শ্রমিকদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে। বন্দুকধারীরা মোটরসাইকেলে করে আক্রমণ পরিচালনা করে। বেলুচিস্তানের নিরাপত্তা তদারকির দায়িত্বে রয়েছে আধা সামরিক বাহিনী। পাকিস্তানের অর্র্থনৈতিক উন্নয়নের জন্য সিপিইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। গোয়াদার গভীর সমুদ্রবন্দরটি চীনের দূর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশ থেকে আরব সাগর পর্যন্ত যাওয়ার একটি পরিকল্পিত রুট। চলতি সপ্তাহের প্রথম দিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরকারের উপদেষ্টা ও সিপিইসি প্রকল্পে কর্মরত নাদিম জাভেদ জানান, আগামী বছরের জুন থেকে গোয়াদার-জিনজিয়াং করিডোরটি চালু করা হবে। ২০২০ সাল নাগাদ বিশ্ববাণিজ্যের ৪ শতাংশ এ করিডোর ধরে সম্পন্ন হবে বলে পাকিস্তান আশা করছে। দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে পাকিস্তান সরকার। বিচ্ছিন্নতাবাদী দলগুলো গ্যাসসমৃদ্ধ প্রদেশটির সম্পদের বিশাল অংশ দাবি করে আসছে। যার অংশ হিসেবে কয়েক দশক ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে দলগুলো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ