Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিসে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলীয় থেসালোনিকি শহরের কাছে গত শনিবার ট্রেন লাইনচ্যুত হয়ে একটি বাড়িতে সজোরে আঘাত হানলে চার জন নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। ট্রেনটি এথেন্স থেকে রওয়ানা দিয়েছিল। গ্রিক রেল কোম্পানি ট্রাইনোস একথা জানিয়েছে। নিহতদের পরিচয় দেয়া হয়নি। তবে ট্রাইনোস জানিয়েছে, আহতদের মধ্যে ট্রেনটির চালকও রয়েছে। ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনবাহী বগিটি একটি বাড়ির ওপর সজোরে আছড়ে পড়ে। সন্ধ্যায় তল্লাশী ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। ট্রেনটিতে ৭০ যাত্রী ছিল। দুর্ঘটনার তিন ঘন্টার মধ্যেই অধিকাংশ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ জানায়, থেসালোনিকি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বগিগুলোর লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ