Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যালওয়্যারটেক আটকে দিল র‌্যানসমওয়্যার

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

মাত্র ৮ পাউন্ডের বিনিময়ে সাইবার হামলা ঠেকিয়ে দিলেন যুক্তরাজ্যের গবেষক
ইনকিলাব ডেস্ক : ম্যালওয়্যারটেক আটকে দিয়েছে র‌্যানসমওয়্যারকে। যুক্তরাজ্যের এই সাইবার নিরাপত্তা গবেষক অনেকটা অভাবনীয়ভাবে বিশ্বব্যাপী সাইবার হামলা ঠেকিয়ে দিয়েছেন। আর এজন্য মাত্র আট পাউন্ড খরচ করতে হয়েছে তাকে। এবারের সাইবার হামলায় কয়েকশ’ প্রতিষ্ঠানের দুই লাখেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।  ম্যালওয়্যারটেক ছদ্মনামের ওই গবেষক এক সপ্তাহের ছুটিতে ছিলেন। কিন্তু বিশ্বব্যাপী সাইবার হামলার কথা শোনার পর তিনি অনুসন্ধানের সিদ্ধান্ত নেন। তিনি ভাইরাসটির কোড পরিবর্তন করে এটির ছড়িয়ে পড়া আটকে দেন। এক সাক্ষাৎকারে ওই গবেষক জানান, এটা খানিকটা অনাকাক্সিক্ষতই। আমি রাতভর একটুও ঘুমাইনি। ম্যালওয়্যারটেক ট্র্যাকার থেকে দেখা যায়, ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বব্যাপী এ সাইবার হামলায় লক্ষাধিক কম্পিউটার আক্রান্ত হয়েছে। শেষ পর্যন্ত তা পৌঁছায় দুই লাখে। ওই গবেষকের আবিষ্কারে র‌্যানসমওয়্যার হামলার বিস্তৃতি আটকানো সম্ভব হলেও যেসব কম্পিউটার ও নেটওয়ার্ক ভাইরাসে আক্রান্ত হয়েছে, তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। এ অনাকাক্সিক্ষত সাফল্যের পর তার অফিস আরও এক সপ্তাহের ছুটি দিয়েছে তাকে। ২২ বছর বয়সী ওই গবেষক দেখতে পান কোনও কম্পিউটার ওয়ানাক্রাই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই ওই কম্পিউটারটি একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু ওই ওয়েব ঠিকানা বা ডোমেইনটি রেজিস্টার্ডই করা হয়নি। ম্যালওয়্যারটেক ঠিক করেন, ওই ডোমেইনটি রেজিস্টার্ড করার। তিনি তা ৮ পাউন্ডে কিনে নেন। এরপর তিনি ওই ওয়েব ঠিকানায় গিয়ে দেখতে পান কি বিশাল পরিসরে কম্পিউটার আক্রান্ত হয়েছে। এর মধ্য দিয়েই তিনি অভাবনীয়ভাবে র‌্যানসমওয়্যারের কোড পরিবর্তন করে তার বিস্তার আটকে দেন। এ ধরনের কোড কিল সুইচ নামে পরিচিত। অনেক সাইবার হামলাকারী কোনও হামলার পরিধি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আটকাতে এমন কোড ব্যবহার করে থাকে। ওই ডোমেইনটি বাতিল করার আগ পর্যন্ত সেখান থেকে কোনও ঝুঁকির সম্ভাবনা নেই। তবে এর মধ্যেই দ্রæত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সিকিউরিটি প্যাচ আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন ওই গবেষক। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যালওয়্যারটেক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ