মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বাবাকে হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন লাদেনের পুত্র হামজা। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক প্রাক্তন অফিসারের দাবি, আল-কায়দার নেতৃত্বের জন্য এ ভাবেই নিজেকে তৈরি করছেন ওসামা বিন লাদেন তনয় ২৮ বছর বয়সি হামজা। শুধু তাই নয়, বাবার হাতে তৈরি সংগঠনের কার্যক্রমও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তিনি। ৯/১১-র পরে আল কায়দা নিয়ে তদন্তের মুখ্য দায়িত্বে ছিলেন এফবিআইয়ের প্রাক্তন এই অফিসার আলি সুফান। স¤প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাকিস্তানের অ্যাবটাবাদে অভিযানের পরে লাদেনের ডেরা থেকে বেশ কিছু ব্যক্তিগত চিঠিপত্র উদ্ধার করেছিল মার্কিন নেভি সিল। সেই চিঠি থেকেই লাদেনের এক ছেলে, হামজার কথা জানতে পেরেছিলেন তারা। বিল লাদেনকে মারার সময়ে, ২০১১ সালে, যার বয়স ছিল ২২। উদ্ধার হওয়া চিঠি ও অন্যান্য নথি স¤প্রতি প্রকাশ করেছে এফবিআই। ওসামাকে লেখা হামজার চিঠিগুলির বক্তব্য থেকেই স্পষ্ট, বাবার প্রতি বরাবরই অনুরক্ত ছিলেন তিনি। ওসামা পাকিস্তানে গা ঢাকা দিয়ে থাকার আগেও বেশ কয়েক বছর বাবার সঙ্গে দেখা হয়নি হামজার। কিন্তু চিঠিতে হামজা লিখেছেন, আপনার চাউনি, হাসি, আমাকে বলা প্রত্যেকটা শব্দ মনে গেঁথে রয়েছে। আর একটি চিঠিতে হামজা লিখেছেন, আমি নিজেকে ইস্পাত-কঠিন করে গড়ে তুলেছি। আল্লাহকে পেতেই জিহাদের এই পথÑ তার জন্যই আমাদের বেঁচে থাকা। সুফানের দাবি, তরুণ হামজা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। তার বয়স যখন অনেকটাই কম, ছোট্ট সেই কিশোর হামজার মুখ আল কায়দার প্রচার-ভিডিওয়, পোস্টারে ব্যবহার করা হতো। হামজার হাতে ধরা থাকত বন্দুকও। এই জানুয়ারিতেই আমেরিকা তাকে বিশেষভাবে চিহ্নিত আন্তর্জাতিক জঙ্গি বলেছে। তার বাবাকে একই তকমা দিয়েছিল মার্কিন প্রশাসন। গত দু’বছরে হামজার কণ্ঠে চারটি অডিও বার্তা প্রকাশিত হয়েছে। ওসামার কণ্ঠস্বরের সঙ্গেও এই ছেলের যথেষ্ট মিল রয়েছে, বলছেন মার্কিন গোয়েন্দারা। নিউইয়র্ক ডেইলি নিউজ এন্ড নিউজডটকম এইউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।