পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত মামলার আপিল শুনানিতে সাত বিচারপতির সবাইকে যুক্ত না করা হলে অ্যাটর্নি জেনারেল ‘অনাস্থা জানিয়ে মামলা থেকে নিজেকে প্রত্যাহারের’ বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবীরা। একজন বলেছেন, এটা অপ্রত্যাশিত’ গুরুত্বপূর্ণ মামলা বিবেচনায় শুনানিতে আপিল বিভাগের সকল বিচারপতিদের উপস্থিতি থাকতে পারেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী।
ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনকারীদের পক্ষের সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের সাত বিচারপতির উপস্থিতিতে আপিল শুনানি করা এবং শুনানির জন্য যে সময়ের আবেদন অ্যাটর্নি জেনারেল করেছেন তা কেবলই একটা অজুহাত। এটা ডিলে প্র্যাকটিসের একটা উদাহরণ। তাই অ্যাটর্নি জেনারেলের এই অজুহাত অপ্রত্যাশিত। তিনি আরো বলেন, একটি মামলার শুনানিতে কয়জন বিচারপতি থাকবেন বা কয়জন বিচারপতি নিয়ে বেঞ্চ গঠিত হবে তা প্রধান বিচারপতির এখতিয়ার। তাই এখানে কোন কন্ডিশন দিয়ে আবেদন করলে তা সঠিক নয়। তবে শুনানির জন্য সময় প্রার্থনা করা কিংবা গুরুত্বপূর্ণ মামলা বিবেচনায় শুনানিতে আপিল বিভাগের সকল বিচারপতিদের শুনানিতে অ্যাটর্নি জেনারেল চাইতে পারেন বলে মনে করেন খুরশিদ আলম খান। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের কোন আবেদন থাকলে আদালতের কাছে তিনি তা করতেই পারেন। তা বিবেচনা করা একান্তই আদালতের বিষয়।
বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় গত মঙ্গলবার। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আগামি ২১ মে এবিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
ওইদিন শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের মধ্যে আপিন শুনানি নিয়ে ‘বিশেষ’ কিছু কথা হয়। এ্যাটর্নি জেনারেল বলেছেন, গত তারিখে (সোমবার) প্রধান বিচারপতি বলেছেন, সব বিচারপতিকে যুক্ত করেই এ মামলাটি শুনবেন। এক পর্যায় তিনি (প্রধান বিচারপতি) বললেন, পাচঁজনই শুনবেন। তখন আমি বললাম, সবাই যদি না শুনেন, সবাইকে যদি যুক্ত না করেন তবে অনাস্থা জানাতে বাধ্য হব। হয়ত এ মামলা থেকে নিজকে প্রত্যাহার করার চিন্তাও করতে পারি। তখন প্রধান বিচারপতি বলেছেন, সবাইকে নিয়ে শুনানি করতে হবে এমন শর্ত দেয়া যায় না। একজন বিচারপতি অসুস্থ থাকতে পারেন, একজন বিদেশে থাকতে পারেন। তাই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতিকে আদালত চালাতে হয়।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। পরে সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।