মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জ্যামাইকায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ড্রু হলনেস অভিষিক্ত হয়েছেন। ৪৩ বছর বয়সী সাবেক এই শিক্ষামন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের অঙ্গীকার করেন বলে বিবিসি জানিয়েছে। দেশটির পার্লামেন্ট নির্বাচনে তার দল জ্যামাইকান লেবার পার্টি একটি আসন বেশি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গেল সপ্তায় অনুষ্ঠিত নির্বাচনে হলনেস দেশটির প্রথম নারী সরকার প্রধান সিম্পসনকে পরাজিত করেন।
দেশটির গভর্নর জেনারেল স্যার প্যাট্রিক অ্যালেন হলনেসকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করেন। নির্বাচনে জয়ী হওয়ার পর হলনেস সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, আমরা একটা পুরস্কার জয় করেছি এমনটা ভাবলে চলবে না। আমাদের দেওয়া অঙ্গীকার পূরণের মধ্য দিয়ে এই জয়ের মূল্য শোধ করতে হবে। হলনেস জ্যামাইকাকে ক্যারিবিয়া অঞ্চলের সিলিকন ভ্যালিতে পরিণত করতে চান। দেশটিতে বর্তমানে যুব সম্প্রদায়ের বেকারত্বের হার ৩৮ শতাংশ। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।