মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ‘ঈশ্বর আছে’ বললে যে দেশটিতে এক সময় অস্বাভাবিক দৃষ্টিতে দেখা হতো, সেই রাশিয়ায় ঈশ্বর নেই বলায় জেলে যেতে হচ্ছে এক ব্যক্তিকে। বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ভিক্টর ক্রাসনভ নামে ওই ব্যক্তির বিচার শুরুর কথা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ভিকনটাক্টে ঈশ্বর বলে কিছু নেই লিখেছিলেন তিনি। তিনি আরও লিখেছিলেন, বাইবেল কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। এই দুই বক্তব্য ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রমাণিত হলে তাকে এক বছর জেল খাটতে হবে। সেই সঙ্গে জরিমানা ও বাধ্যতামূলক শ্রমের শাস্তিও হতে পারে। গত বছর ক্রাসনভের অনলাইন চ্যাট দেখে দুই তরুণ তা পুলিশকে জানানোর পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে পুঁজিবাদী পথে আসা রাশিয়ায় ২০১৩ সালে ‘পুসি রায়ট’-এর পর ধর্মীয় অনুভূতিতে আঘাত অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। বস্তুবাদী সমাজতন্ত্রের দর্শনে ঈশ্বরের অস্তিত্ব শুধু মানুষের কল্পনায় উপস্থিত বলে মনে করা হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।