Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় এক দিনের প্রধানমন্ত্রী প্রাবজ্যোতি

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক দিনের জন্য কানাডার প্রধান হলেন প্রাবজ্যোতি লক্ষণ পাল। অবিশ্বাস্য হলেও সত্য। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টরুডো রূপকথার গল্পকে বাস্তবে রূপ দিলেন। কানাডার এক দিনের জন্য প্রাবজ্যোতি লক্ষণ পালকে প্রতীকী প্রধানমন্ত্রী বানিয়ে নিজের চেয়ার ছেড়ে দিলেন তিনি। কল্পনার এইম ইন লাইফ সত্যি হলো, ইয়র্ক ইউনিভার্সিটির ছাত্র প্রাবজ্যোতি লক্ষণ পালের জন্য। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ১৯ বছর বয়সী প্রাবজ্যোতি ইচ্ছে প্রকাশ করেছিল প্রধানমন্ত্রী হতে। প্রধানমন্ত্রী জাস্টিন টরুডো এ খবর জানতে পেরে পিজি লক্ষণ পাল এবং তার পরিবারের সদস্যদের ভিভিআইপি মর্যাদা দিয়ে পাঁচ দিনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাজধানী অটোয়ায় আমন্ত্রণ জানিয়ে রাখেন। এ সময় তারা হোটেল শ্যাতো লরিয়র-এর প্রেসিডেন্সিয়াল সুইটে অবস্থান করেন। পরে ১ মার্চ প্রাবজ্যোতি লক্ষণ পালকে এক দিনের জন্য কানাডার প্রধানমন্ত্রীর পূর্ণ মর্যাদা এবং নিরাপত্তা দেয়া হয়। প্রাবজ্যোতি লক্ষণ পাল শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেনি; সেই সঙ্গে তাকে কানাডার পার্লামেন্ট ভবন পরিদর্শন, স্পিকার, গভর্নর জেনারেল, মন্ত্রিপরিষদের সদস্য এবং জাস্টিন টরুডোর সঙ্গে সাক্ষাৎ এবং একটি শপথ অনুষ্ঠান পর্যবেক্ষণ, প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে চড়া থেকে শুরু করে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়া হয়। উল্লেখ্য, পিজি পাল যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর আসনে, তখন জাস্টিন টরুডো একটি সাধারণ চেয়ারে আসন গ্রহণ করেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডায় এক দিনের প্রধানমন্ত্রী প্রাবজ্যোতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ