মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : এ বছরে চীনের প্রতিরক্ষা বাজেট বাড়ছে শতকরা ১১ দশমিক ২ ভাগ। এই হারে বাজেট বাড়ার ফলে মোট বাজেট এই প্রথমবারের মতো ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। গতকাল চীন সরকার এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, গত দুই দশক প্রতি বছরই চীন তার প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে চলেছে। এর মাধ্যমে তারা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেটের দেশে পরিণত হয়েছে। কিন্তু এ বছর দেশটির বিদ্যমান অর্থনৈতিক মন্দাবস্থার সঙ্গে তাল রেখে আগের বছরগুলোর তুলনায় কম হারে প্রতিরক্ষা বাজেট বাড়ানো হচ্ছে। চীন একটি বিমানবাহী জাহাজ, একটি যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। এর সাহায্যে তারা যে কোনো স্যাটেলাইটকে ভূপাতিত করতে পারবে। চীনের আগে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেটের দেশ হিসেবে এক নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর ওয়াশিংটন তার প্রতিরক্ষা বাজেট ধরে প্রায় ৭৪ হাজার কোটি ডলার। তাদের রয়েছে বিভিন্ন স্থানে অনেক ঘাঁটি। বেইজিং থেকে বিবিসি’র সাংবাদিক মার্টিন প্যাসেন্স বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যেভাবে প্রভাব বিস্তার করছে তাতে চীনা কর্মকর্তারা উদ্বিগ্ন।
তারা মনে করেন, যুক্তরাষ্ট্র চারদিক থেকে চীনকে ঘিরে ফেলছে। তবে চীন যা-ই বলুক, তাদের এই সামরিক উচ্চাকাক্সক্ষা দেখে তার প্রতিবেশীরা শঙ্কিত। ভিয়েতনাম, ফিলিপাইন এবং জাপানের সঙ্গে তার রয়েছে দেশের সীমানা নিয়ে বিরোধ। তাইওয়ানের দিকে চীন তাক করে রেখেছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। চীন দাবি করে তাইওয়ান তাদের অংশ। গতকাল চীনের পার্লামেন্টের মুখপাত্র লি ঝাওজিং এক সংবাদ সম্মেলনে সরকারের বাজেট বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান। গত বছর চীনের প্রতিরক্ষা বাহিনীর (পিপলস লিবারেশন আর্মি) বাজেট ১২ দশমিক ৭ শতাংশ বাড়ানো হয়েছিল। চীনের এ বাজেট বৃদ্ধিতে বিশ্বের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে দাবি করেন লি। তিনি বলেন, চীনের মোট জনসংখ্যা ১৩০ কোটি। ভৌগোলিকভাবে আমাদের দেশটা অনেক বড়, আমাদের সমুদ্রসীমাও অনেক দীর্ঘ। কিন্তু অন্যান্য উল্লেখযোগ্য দেশের তুলনায় আমাদের প্রতিরক্ষা ব্যয় অত্যন্ত কম। তিনি আরও বলেন, জিডিপির অংশ হিসেবে ২০১১ সালে চীনের প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছিল মাত্র ১ দশমিক ২৮ শতাংশ। অথচ যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য দেশে এটা ২ শতাংশের বেশি। কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনের প্রাক্কালে লি বলেন, শান্তিপূর্ণ উন্নয়নের পথে অঙ্গীকারাবদ্ধ চীন একটি আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি অনুসরণ করে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।