মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গায়ানার রাজধানী জর্জটাউনে একটি কারাগারের ভেতরে আগুন দিয়েছে কারাবন্দীরা। গত বৃহস্পতিবারের এ ঘটনায় অন্ততপক্ষে ১৬ জন বন্দির মৃত্যু হয়েছে। দেশটির গণনিরাপত্তা মন্ত্রী খেমরাজ রামজাত্তানের বরাতে বিবিসি বলছে, ক্যাম্প স্ট্রিট কারাগারের ভেতরের পরিবেশ নিয়ে অসন্তোষের জেরে বন্দিরা প্রতিবাদ হিসেবে তাদের বালিশ-তোশকে আগুন ধরিয়ে দেয়। রামজাত্তান জানান, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রাখা ও বিচার কাজের দীর্ঘসূত্রতার প্রতিবাদ জানাচ্ছিলেন কারাবন্দিরা। তিনি আরও জানান, কারাগারের ভেতরে বেআইনি পণ্য আনা-নেয়ার বিষয়ে পুলিশ অভিযান চালানো শুরু করার পর এ ঘটনা ঘটান প্রতিবাদকারীরা। আগুনে আহত কারাবন্দিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শত শত মানুষ কারা ফটকের কাছে জড়ো হন তাদের বন্দি আত্মীয়দের খোঁজখবর জানার জন্য। ৭৭৫ জন বন্দি ধারণক্ষম ক্যাম্প স্ট্রিট কারাগারে বর্তমানে এক হাজারেরও বেশি বন্দি রাখা হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।