নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় মহিলা ভলিবল দল গঠনের লক্ষ্যে দীর্ঘ মেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। গতকাল সকালে পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামে দু’দিন ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন ইফাদ গ্রæপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। এসময় উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান জান্নাত আরা ও মহিলা উইংয়ের সম্পাদক নিবেদিতা দাস। বাছাই কার্যক্রমে সারাদেশ থেকে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়, ও বিভিন্ন সার্ভিসেস দলের ৮৫জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
বাছাই শেষে ১৮ জন খেলোয়াড়কে নিয়ে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবে ফেডারেশন। যারা এ তালিকায় থাকবেন তাদের প্রত্যেককে ইফাদ গ্রæপের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেয়া হবে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বাছাই কার্যক্রম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।