Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাল্টি বিলিয়ন ডলার অস্ত্রের চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা

প্রথম সউদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সউদি সফরে মাল্টি বিলিয়ন ডলার অস্ত্রের চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে। সম্ভাবনা রয়েছে চুক্তিতে এ্যান্টি-মিসাইল সিস্টেম থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও অন্তর্ভূক্ত হবে। খবরে বলা হয়, সম্ভবত ট্রাম্প সউদি আরবের সঙ্গে তার দেশের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে ১ বিলিয়ন ডলার মূল্যের থাড মিসাইল সিস্টেম ব্যবস্থা চুক্তির ব্যাপারে দরকষাকষি করবেন। চুক্তিতে কমান্ড, কন্ট্রোল, ব্যাটল ম্যানেজমেন্ট, কমিউনিকেশন (সিটুবিএমসি) সফটয়্যার সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে। চুক্তিতে অন্তর্ভূক্ত থাকবে স্যাটেলাইট ব্যবস্থাও। এছাড়া যুক্তরাষ্ট্র সউদি আরবের সঙ্গে চারটি মাল্টি-মিশন যুদ্ধ জাহাজ ও প্রযুক্তিগত সহায়তার জন্য ১১.৫ বিলিয়ন মূল্যের চুক্তি স্বাক্ষর করবে। এই চুক্তিটি ২০১৫ সালে ওয়াশিংটন অনুমোদন দেয়। কিন্তু দুই দেশের মত বিরোধের কারণে এখনো তা কার্যকর হয়নি। গত এক দশকের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্র বিদেশে যুদ্ধ জাহাজ বিক্রি করতে যাচ্ছে। ওবামা প্রশাসনের সময় মানবাধিকারের বিষয়ে এই চুক্তিটি বাতিল করা হয়েছিল। ট্রাম্প সউদির কাছে ১ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের লেজার বোমা বিক্রি করবে। এই ধরনের বোমা সউদি সরকার ২০১৫ সাল থেকে ইয়েমেনে ব্যবহার করে আসছে যেগুলো যুক্তরাষ্ট্র সউদিতে সরবরাহ করে। বর্তমানে মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প প্রথম আন্তর্জাতিক সফরে ইসরাইল সফরের আগেই সউদি সফরের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বারাক ওবামা ইরান ও ছয় জাতির পারমাণবিক চুক্তি স্বাক্ষর হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ওয়াশিংটন দূরে সরে আসে। এএফপি, প্রেস টিভি।



 

Show all comments
  • আরাফাত ৭ মে, ২০১৭, ১১:৩৪ এএম says : 0
    আমেরিকার সাথে সৌদির এ ধরনের চুক্তির কোন মানে হয় না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ