Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ৪টি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা

মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ৪টি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করেছে রাশিয়া। এখন থেকে এসব অঞ্চলে হামলা করা থেকে বিরত থাকবে আন্তর্জাতিক পক্ষগুলো। কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান শান্তি আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী এ পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম এগিয়ে নেয়া হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া ও ইরানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ৪টি নিরাপদ অঞ্চল। সিরীয় বিদ্রোহীদের মিত্র তুরস্ক এসব অঞ্চলের নিরাপত্তা বিধানে গ্যারান্টি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও সউদি আরব এ পরিকল্পনায় সায় দিয়েছে বলে মস্কো নিশ্চিত করেছে। সায় দিয়েছেন বাশার আল আসাদও। পরিকল্পনা অনুযায়ী, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব, আলেপ্পো এবং হামা প্রদেশ, হোমস প্রদেশের মধ্যাঞ্চল, রাজধানী দামেস্কের নিকটস্থ উত্তর ঘোটা এবং দক্ষিণ সিরিয়ার দারা এবং কুনেইত্রা প্রদেশে এসব নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। গত শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলন রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন মধ্যরাত থেকে এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বলে জানান। মূলত সংশ্লিষ্ট অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম এগিয়ে নেয়া, আটকে পড়াদের উদ্ধার, স্থানীয় কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। আন্তর্জাতিক পক্ষগুলো এ পরিকল্পনায় সমর্থন দিলেও উদ্বেগ জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। এক বিবৃতিতে বিদ্রোহীদের হাই নেগোশিয়েশন কমিটি (এইচএনসি) এ পরিকল্পনায় সুরক্ষা দেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা নেই বলে জানিয়েছে। একইসঙ্গে এ পরিকল্পনায় ইরানের সংশ্লিষ্টতার বিরোধিতা করা হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ