Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরে দাঁড়াচ্ছেন ব্রিটেনের রানী এলিজাবেথের স্বামী

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের রানির স্বামী আগামী সেপ্টেম্বর থেকে সবধরনের রাজকীয় দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৯৬ বছর বয়স্ক প্রিন্স ফিলিপ নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বাকিংহাম প্রাসাদের একটি সূত্র এক বিবৃতিতে জানিয়েছে, ডিউক অব এডিনবরা উপাধি প্রাপ্ত ৯৬ বছর বয়স্ক প্রিন্স ফিলিপ নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। রানি তার এই সিদ্ধান্ত সমর্থন করেছেন।
ব্রিটেনের সংবিধান অনুযায়ী রানি দেশটির রাষ্ট্রপ্রধান। ফলে বিদেশী অতিথি আপ্যায়ন এবং বিদেশ সফরসহ প্রিন্স ফিলিপকেও নানা আনুষ্ঠানিকতা যোগ দিতে হয়। ২০১৬ সালেও ১১০ দিন নানা অনুষ্ঠানে কখনো একা অথবা রানির সাথে বিভিন্ন রাজকীয় দায়িত্ব পালন করেছেন প্রিন্স ফিলিপ।
ব্রিটেনের ৭৮০টি প্রতিষ্ঠানের সাথে হয় পৃষ্ঠপোষক, নয় প্রধান অথবা সদস্য হিসাবে প্রিন্স ফিলিপের সংশ্লিষ্টতা রয়েছে। রাজপ্রাসাদ সূত্র বলছে, তিনি এসব প্রতিষ্ঠানের সাথে থাকবেন, কিন্তু কোনো দায়িত্ব পালন করবেন না। রানি এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ নভেম্বরে তাদের ৭০তম বিবাহ বার্ষিকী উদযাপন করবেন। সূত্র : বিবিসি।



 

Show all comments
  • Harun ৫ মে, ২০১৭, ১১:৫৩ এএম says : 0
    very good decision
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এলিজাবেথের স্বামী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ