বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় একটি ফলদগাছের বাগানের সাথে শত্রুতা করেছে অজ্ঞাতরা। নওগাঁর সদর থানার হরিরামপুর এলাকার একটি ফলদ বাগানে কে বা কারা এ শত্রুতা করেছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, মেসার্স ছামাদ এন্টারপ্রাইজের মালিক আব্দুস ছামাদ প্রামাণিক নওগাঁ সদর থানার শেরপুর মৌজার হরিরামপুর গ্রামে তার পৈতৃক সম্পত্তিতে পাশাপাশি ২ বিঘা ও ৬ বিঘাসহ মোট ৮ বিঘা জমির ওপর প্রায় ১ হাজার ৯৫০টি বিভিন্ন প্রজাতির ফলদগাছ লাগান। ২ বিঘার দাগের ওপর লাগানো চায়না থ্রি লিচু, চায়না লেবু, থাই পেয়ারা, আমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ শতাধিক ফলদগাছ কর্তন করেছে অজ্ঞাতরা। ২৮ মে রাতের কোনো এক সময় কে বা কারা বাগানে ঢুকে ওই অপকর্ম করেছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।
বাগানের মালিক আব্দুস ছামাদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা। তিনি জানান, গত ক’দিন আগে ওই এলাকার একজনের সঙ্গে বাগানের ঘাস কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। সে সময় ওই লোক বাগানের ক্ষতি করার হুমকি দিয়েছিল। এ কারণে ওই ঘটনা ঘটতে পারে বলে তার সন্দেহ। বাগান মালিক জানান, দুর্বৃত্তরা তার বাগানের আম, লিচু, পেয়ারার প্রায় ৩ শতাধিক গাছ কর্তৃন করেছে। ফলে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা জানান, অভিযোগের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বাগানটি সরেজমিন গিয়ে দেখেছি। বাগানের বিভিন্ন প্রজাতির অনেক ফলদগাছ কে বা কারা কেটেছে। যাতে করে বাগান মালিকের অনেক ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ্।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।