বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিলার চৌদ্দগ্রামে সন্ত্রাসীরা দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন সামগ্রী লুট করে নিয়ে বহুতল ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় মালিক আলহাজ নজরুল ইসলাম মজুমদার গতকাল রবিবার কুমিলার দ্রুত বিচার আদালতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলা শ্রীপুর ইউনিয়নের বগৈর গ্রামের ব্যবসায়ী ও কাশীনগর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ নজরুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জামমুড়া এলাকায় নিজ জায়গার ওপর একটি বহুতল ভবন নির্মাণকাজ শুরু করে। এ সময় মিয়ার বাজার এলাকার শিতলিয়া গ্রামের মৃত ফজলে আলীর ছেলে সোহাগ আজাদ ও জুয়েলসহ অজ্ঞাত ৭-৮ জন সন্ত্রাসী নজরুল ইসলাম মজুমদারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা নির্মাণকাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে গত ৪ এপ্রিল তিনি চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (ডায়েরি নং-২২৯)। পরে তিনি গত ২৫ এপ্রিল আবার নির্মাণকাজ শুরু করলে সন্ত্রাসীরা দাবিকৃত ২ লাখ টাকার জন্য ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ পুনরায় বন্ধ করে দেয়। এ সময় বাদি টাকা দেবে আবার অস্বীকার করলে সন্ত্রাসীরা এক লাখ টাকার রড লুটে নেয়। এ ঘটনার পর সন্ত্রাসীরা ব্যবসায়ী নজরুল ইসলামকে ২ লাখ টাকা চাঁদা দিতে চাপ প্রয়োগ অব্যাহত রাখে। দাবিকৃত টাকা না পেলে তারা তাকে হত্যা করবে বলে হুমকি দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।