Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে আকস্মিক এলজিইডি ভবন পরিদর্শনে প্রধান প্রকৌশলী

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহে আকস্মিক এক সফরে ময়মনসিংহ এলজিইডি ভবন পরিদর্শন করেছেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় এলজিইডির কর্মকর্তাবৃন্দ। রোববার রাত ৮টায় নগরীর পাটগুদামস্থ এলজিইডি ভবনে এ শুভেচ্ছা জানানো হয়। জানা যায়, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী রোববার রাত ৮টায় জামালপুর থেকে ফেরার পথে যাত্রা বিরতি করে ময়মনসিংহ এলজিইডি ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন এলজিইডির আরবান প্রকল্পের পিডি শফিকুল ইসলাম আকন্দ, বৃহত্তর ময়মনসিংহের প্রকল্প পরিচালক স.ম আবদুস সালাম।
এ সময় শ্যামা প্রসাদ অধিকারীকে ফুলেল শুভেচ্ছা স্বাগত জানান এলজিইডি ময়মনসিংহের প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী বাচ্চু মিয়া, সদর উপজেলা প্রকৌশলী আশরাফুজ্জামান’সহ প্রতিষ্ঠানটির জেলার ও উপজেলার কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ময়মনসিংহ অঞ্চলে এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ