Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে স্কুলে আদায়কৃত বর্ধিত ফি ফেরত দেয়ার নির্দেশ

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ঃ সরকার নির্ধারিত ভর্তি ফি’র বাইরে আদায়কৃত অতিরিক্ত অর্থ ১০ দিনের মধ্যে ফেরত দেয়ার জন্য বেসরকারি স্কুলগুলোর প্রতি নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল (বুধবার) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। নগরীর সকল বেসরকারি স্কুল প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভর্তি ফি বাবদ আদায়কৃত অতিরিক্ত অর্থ অভিভাবকদের কাছে ফেরত দেয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, তা না হলে তালিকাভুক্ত এসব স্কুলের পাঠদান ও স্বীকৃতি বাতিলের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করতে বাধ্য হবো। বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলত-উজ-জামান খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক আবুল মনসুর ভুঁইয়া, বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে স্কুলে আদায়কৃত বর্ধিত ফি ফেরত দেয়ার নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ