Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিরস্কারেই পার পেলেন সাকিব

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পাকিস্তানের বিপক্ষে মিরপুরে এশিয়া কাপের অঘোষিত ‘সেমিফাইনাল’ ম্যাচে তখন টানটান উত্তেজনা। ম্যাচের তখন ১৮তম ওভার ছিল। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬ বলে ২৬ রান। কঠিন এ সমীকরণের সময় ক্রিজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু কিছুতেই যেন তার ব্যাট কথা বলছিল না, একাধিক শট খেলার চেষ্টা করলেও সফল হননি তিনি। শেষ পর্যন্ত আমিরের বলে একই ধরনের শট খেলে আউট। যা হওয়ার তাই হলো, মেজাজ ধরে রাখতে না পেরে মাঠেই ব্যাট দিয়ে সজোরে স্টাম্পে আঘাত হানেন তিনি। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল নিশ্চিতভাবে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। ম্যাচ নিষিদ্ধ হওয়ার গুঞ্জনই ছিল। যদিও শেষ পর্যন্ত সাকিব ও বাংলাদেশের জন্য ফাইনালের আগে অত বড় ধাক্কাটা আসেনি। দোষ স্বীকার করায় আইসিসি তিরস্কার করেই মুক্তি দিয়েছে সাকিবকে।
ম্যাচশেষে ম্যাচ রেফারি জেফ ক্রো আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৮ ধারায় আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারে সাকিবের বিপক্ষে অভিযোগ আনেন। পরে গতকাল সকালে সাকিব জেফ ক্রোর কাছে নিজের দোষ স্বীকার করেন। তাই আনুষ্ঠানিক শুনানি ছাড়াই লেভেল ওয়ান বিধি লঙ্ঘনে তাকে সর্বনিম্ন শাস্তি হিসেবে তিরস্কার করা হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। এদিকে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে হেরে বাদ পড়েছে পাকিস্তান। আর আগামী ৬ মার্চ ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিরস্কারেই পার পেলেন সাকিব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ