Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রীয় শক্তির এই অধঃপতন মানুষের মধ্যে নতুন চিন্তার জন্ম দিয়েছে : ড.মঈন খান

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, হাওরে উজানের পানি নামে এটা স্বাভাবিক। যে কোনো কারণে পানিতে মাছ মরতে পারে, এটাও মেনে নেয়া যায়। কিন্তু হাঁস মরে, পাখি মরে, এটা মেনে নেয়া যায় না। হাওরের ৫০ লক্ষ মানুষ সীমাহীন দুর্দশায় পতিত হয়েছে। তাদের ঘরে খাবার নেই, রোগের চিকিৎসা নেই, সরকার কিছুই করতে পারছে না। হাওরে কেন পাখি মারা গেল, তা জানতে সরকার উৎসাহী হচ্ছে না। রাষ্ট্রীয় শক্তির এই অধঃপতন মানুষের মধ্যে নতুন চিন্তার জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা ভ‚লুণ্ঠিত হয়ে পড়েছে। তিনি বলেন, পার্শ্ববতী দেশ ৫৪টি নদীর উজানে বাধ দিয়ে আমাদের শুকিয়ে মারছে। আবার বর্ষা এলে আমাদেরকে পানিতে ভাসিয়ে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি গতকাল শনিবার বিকেলে ভেলানগর জেলখানার মোড়ে জি এম ভ‚ঁঈয়া টাওয়ারে নরসিংদী জেলা বিএনপি এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। প্রতিনিধি সভার উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মন্জুর এলাহী, সুলতান উদ্দিন মোল্লা, অ্যাড. আব্দুল বাছেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ইরান, সাবেক ছাত্র নেতা মো. জলিল, হারুন অর রশিদ, আমিনুল হক বাচ্চু, তারেক আহমেদ তারেক, আকবর হোসেন, নুরুল ইসলাম, আব্দুর রহমান খোকন, ডা. জাকারিয়া, ফারুক উদ্দিন ভুইয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাষ্ট্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ