পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদ এর মৃত্যু একটি রাষ্ট্রীয় হত্যাকান্ড উল্লেখ করে জেল হাজতে মুশতাকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, দুর্নীতি-লুটপাটের সমালোচনা করে লেখার অপরাধে মুশতাককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছিল। ২০২০ সালের আগস্ট থেকে তার জামিনের আবেদন ৬ বার নাকচ করে দেয়া হয়। অথচ খুনের আসামি, দুর্নীতিবাজ, কুখ্যাত অর্থপাচারকারী, আমলা, ব্যবসায়ী, শাসক দলের নেতারা যাতৎজীবন ও ফাঁসির দন্ডপ্রাপ্ত হওয়ার পরেও জামিন এবং প্রেসিডেন্ট বিশেষ ক্ষমতায় জেল থেকে বেরিয়ে আসছেন। তিনি বলেন, এই মৃত্যু প্রমাণ করে বর্তমান সরকার কতটা অগণতান্ত্রিক এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও জীবনের নিরাপত্তা কত কম। তিনি মুশতাকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।