পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেট অফিস : সিলেট নগরীতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। গত শুক্রবার রাত ১০টা ৪৭ মিনিট ৪১ সেকেন্ডে আকস্মিক ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। গতকাল সকালে বাংলাদেশ আবহাওয়া বিভাগের সহকারী আবহাওয়াবিদ সাইফুল ইসলাম ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ে। আগারগাঁও আবহাওয়া অফিস থেকে এর দূরত্ব ছিল ২০৪ কিলোমিটার উত্তর-পূর্বে।
এদিকে, ভূমিকম্পের পর নগরীর অনেক বাসিন্দা বাসা-বাড়ির বাইরে চলে আসেন। সাগরদিঘীরপার এলাকার বাসিন্দা এডভোকেট কামাল হোসেন জানান, ওই এলাকার শতাধিক লোক রাস্তার বাইরে বেরিয়ে আসেন।
নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানির বাসিন্দা এটিএম হায়দার জানান, আকস্মিক ঝাঁকুনির কারণে তিনি ঘুম থেকে জেগে উঠেন।
এদিকে, ঝাঁকুনির পর ঝড়-বৃষ্টি হতে থাকে। সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি কবির হোসেন জানান, ঝড়ে নগরীর মধুশহীদ এলাকায় একটি গাছ বাসার ওপর উপড়ে পড়ে। এ কারণে বাসাটি ক্ষতিগ্রস্ত হলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।