Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ভূকম্পনে দুলেছে সারাদেশ

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আবারও ভূমিকম্প হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকালে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পনে দুলে ওঠে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ সমগ্র দেশের বিস্তীর্ণ অঞ্চল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা ১১ মিনিট ১২ সেকেন্ডে এ ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৫, অর্থাৎ মাঝারি। তবে মার্কিন ভূতত্ত্ব¡ সংস্থা এ ভূমিকম্পের মাত্রা ৫.৩ বলে জানায়। এর উৎপত্তিস্থল (ইপি সেন্টার) ছিল ঢাকাস্থ আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪০৯ কিলোমিটার পূর্বে। এটি মিয়ানমারের মাওলাইক এলাকা থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। প্রসঙ্গত ভূতত্ত্ব বিশেষজ্ঞরা এ ধরনের ঘন ঘন মৃদৃ, হালকা কিংবা মাঝারি ধরনের ভূকম্পনকে অদূর ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্পের অশনি সংকেত বলে সতর্ক করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফের ভূকম্পনে দুলেছে সারাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ