Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সীতাকুন্ডে মেলায় থামবে ট্রেন

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান সীতাকু-ে শিব চতুর্দশী মেলা উপলক্ষে আগামী ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন ট্রেনের বিরতিসহ বেশকিছু ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-পরিচালক (জনসংযোগ) জোবেদা আক্তার জানান, তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত কয়েকটি ট্রেনের সীতাকু- স্টেশনে সাময়িক বিরতির ব্যবস্থা করেছে।
আন্তঃনগর মহানগর এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও মেঘনা এক্সপ্রেস ট্রেন ২ মিনিট করে সীতাকু- স্টেশনে থামবে। ১নং ঢাকা মেইলও ২ মিনিট করে ওই স্টেশনে যাত্রা বিরতি করবে। এছাড়া মেলা উপলক্ষে সকল মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের ব্যবস্থা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীতাকুন্ডে মেলায় থামবে ট্রেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ