Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিরশত্রুর তাড়ায় বৃক্ষারোহণ সেখানেও কাকের হানা

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কুকুরের তাড়া খেয়ে সচিবালয়ের গাছে উঠেছিল বিড়ালটি। এডাল ওডাল করে আরেক গাছের মগডালে কাটল অভুক্ত তিনটি দিন। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার  ফায়ার সার্ভিস  এসে উদ্ধার করলো বিপন্ন বিড়ালটিকে।
জানা গেছে, চিরশত্রু আরেক প্রাণির ধাওয়ায় গাছে উঠে তিন দিন আগে। উঠেও রক্ষা নেই, সেখানেও কাকের হানা। নামতেও পারছে না। ভীত প্রাণী এই বিড়ালের এমন দশা চোখে পড়লো এক ড্রাইভারের, খবর পেলো দমকল বাহিনী। এরপর শুরু উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের ১৭০ ফুট উচ্চতায় উদ্ধার করতে সক্ষম স্কাই লিফট এসে প্রায় ৩০ ফুট ওপর থেকে এই বিড়ালটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। গত মঙ্গলবার সচিবালয়ে কুকুরের ধাওয়া খেয়ে চার নম্বর ভবনের সামনে একটি গাছে উঠে পড়ে সাদা রঙের বিড়াল। ওই গাছে কাকের বাসা, কাকের হামলার শিকার বিড়ালটি ডাল বেয়ে আসে পাশের কৃষ্ণচূড়ায়। সেখানেও কাকের হানা, প্রাণের ভয়ে আরও ওপরে উঠছিল বিড়ালটি।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর গাড়িচালক আজগর আলী মুন্সী এবং ওই মন্ত্রণালয়ের ড্রাইভার সিরাজুল ইসলামসহ কয়েকজন বিড়ালটিকে তিনতলার জানালা দিয়ে উদ্ধার করতে চাইলেও পারেননি। টাকা দিয়ে পরিচ্ছন্নকর্মীদের বলে-কয়েও উদ্ধার করতে পারেননি তারা। ক্রমাগত কাকের হামলা আর অভুক্ত বিড়ালটির ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ার এই অবস্থা আজগর আলী ও সিরাজুল ইসলামের মনকে ব্যথিত করে তোলে।  গতকাল বৃহস্পতিবার তারা দু’জন মিলে সচিবালয়ের ফায়ার সার্ভিসে খবর দেন। বিকেল ৩টার পর বিড়ালটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারে খবর পাঠানো হয় বলে জানান সচিবালয় ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আবুল হোসেন। এরপর হেড কোয়ার্টারের ওয়ার হাউজিং ইন্সপেক্টর জহিরুল ইসলামের নেতৃতত্বে ১৭০ ফুট অর্থাৎ ১৭ তলায় উঠতে সক্ষম স্কাই লিফট নিয়ে বিকাল পৌনে চারটার দিকে হাজির হন সচিবালয়ে।এরপর শুরু হয় শ উদ্ধার অভিযান। জহিরুল ইসলামের নির্দেশনায় ধীরে ধীরে উপরে উঠতে থাকে লিফটের ডালা। দুরু দুরু বুকে চার দিকে উৎসুক জনতা, চোখে মুখে উদ্বেগের ছাপ। ধীরে ধীরে ফায়ার সার্ভিসের দুই কর্মীর সাবধানী তৎপরতায় হাতে এলো বিড়ালটি, আদর করে আলতো করে ধরে বিড়ালটিকে নিচে নেমে আনা হলো, তখন উৎসুক কর্মকর্তা-কর্মচারীর বাধ ভাঙ্গা উল্লাস করতালি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিরশত্রুর তাড়ায় বৃক্ষারোহণ সেখানেও কাকের হানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ