নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে দু’দিনব্যাপী লুৎফুন নেছা হক বকুল আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিব হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এমপিসহ অন্যান্যরা। প্রতিযোগিতার ৯টি ইভেন্টে দেশের ৪৭টি জেলার ২২৬ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী জেলাগুলো হলো- ঠাকুরগাঁও, সাতক্ষীরা, শেরপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, রাঙ্গামাটি, বরিশাল, ভোলা, লক্ষীপুর, নাটোর, খাগরাছড়ি, শরীয়তপুর, রাজবাড়ী, নড়াইল, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, পাবনা, নেত্রকোনা, লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট, মেহেরপুর, রাজশাহী, বান্দরবান, সিরাজগঞ্জ, ঢাকা, যশোর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, খুলনা, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, নোয়াখালী, সিলেট, পঞ্চগড়, দিনাজপুর, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, বরগুনা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও ফরিদপুর জেলা। ইভেন্টগুলো হচ্ছে- ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ ও ৪ গুণিতক ১০০ মিটার রিলে।
আজ বিকাল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জাতীয় সংসদ সদস্য শিরিন নঈম পুনম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।