বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে ১৫ জন শ্রমিক নিহত এবং কুষ্টিয়ায় দু’জন শ্রমিক নিহত হওয়ায় দায়ীদের শাস্তির দাবি জানিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, মালিকদের অবহেলায় একের পর এক কারখানায় শ্রমিকের মৃত্যু ঘটছে। শ্রমিকের শ্রমের দাম যেমন কম, তেমন তাদের জীবনের নিরাপত্তাও নেই। একের পর এক বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ঘটলেও আজ পর্যন্ত কোনো মালিককে শাস্তি পেতে হয়নি। নেতৃবৃন্দ দায়ীদের শাস্তি, কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে আজীবন আয়ের সমপরিমাণ অর্থ, আহতদের চিকিৎসা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।