বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাকৃবি সংবাদদাতা : কার্যালয় দখলকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রফ্রন্টের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়স্থ সংগঠনটির কার্যালয়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা তিন ঘন্টাব্যাপী থেমে থেমে হাতাহাতি ও মারামারি করেছেন।
ছাত্রফ্রন্টের দুই পক্ষই একই নাম ব্যবহার করেন। তবে চার বছর আগে বিভাজনের সময় একটি পক্ষ মার্ক্সবাদী এবং অপরটি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মূলধারার অঙ্গসংগঠন হিসেবে নিজেদের প্রকাশ করছেন। ২০১৩ সালে বিভক্তির পর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের কার্যালয় থেকে মূলধারার নেতা-কর্মীদের বের করে দেন মার্ক্সবাদীরা। গত চার বছর ধরে মার্ক্সবাদীরাই কার্যালয়টি ব্যবহার করছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মূলধারার নেতা-কর্মীরা আঞ্চলিক সভা করার জন্য কার্যালয়ে যান। সেখানে অবস্থান করা মার্ক্সবাদী নেতা-কর্মীরা তাঁদের বাঁধা দেন এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বেলা একটার দিকে মূলধারার নেতা-কর্মীরা কার্যালয়ে তালা লাগিয়ে দেয়ার পর ধারাবাহিকভাবে দুই পক্ষের মধ্যে গন্ডগোল চলতে থাকে। ঘটনাস্থলে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতেই উভয়পক্ষ বেশ কয়েকবার হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।