পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর শেয়ার হোল্ডারবৃন্দ ২০১৬ সালের জন্য ১০% নগদ ও ২০% স্টক লভ্যাংশ অনুমোদন করেছে। সাভারে ব্র্যাক-সিডিএম-এ ২৭ এপ্রিল ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ শিব নারায়ণ কৈরী, ড. হাফিজ জি. এ. সিদ্দিকী, নিহাদ কবির, কায়সার কবির, আসিফ সালেহ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং কোম্পানী সেক্রেটারী রেইস উদ্দীন আহ্মাদ। বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান জানান, ২০১৬ সালে ব্যাংক পরিচালনা মুনাফা হিসেবে ৯,২৬৭ মিলিয়ন টাকা অর্জন করে যা ২০১৫ সালের ৭,৭৯৯ মিলিয়ন টাকা থেকে ১৯% বেশি। ব্যাংক ২০১৬ সালে কর পরবর্তী মুনাফা হিসেবে ৪,৪৬০ মিলিয়ন টাকা অর্জন করে যা ২০১৫ সালে ছিল ২,৪৩৬ মিলিয়ন টাকা। বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান, কোম্পানীর প্রতি ধারাবাহিক সহযোগিতা প্রদান করার জন্য সকল শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডার এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।