প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন তাদের এক অভিযানে নিহত হয়েছে। আবার অনেকেই তা বিশ্বাস করেনি। সুতরাং এই মৃত্যু একেবারে সন্দেহাতীত নয়। সংবাদ মাধ্যম একে রহস্যজনক দাবী বলে উল্লেখ করতে শুরু করেছি। সুতরাং এমন এক ঘোলাটে পরিস্থিতি থেকে কোন না কোন জিনিয়াস তো লাভের সম্ভাবনা দেখতেই পারে। আর সেখান থেকেই নতুন এক মিশনের সূচনা : ‘ওসামা ডেড অর অ্যালাইভ?’ মানে ওসামা বেঁচে আছে কী নেই। যুক্তরাষ্ট্র যখন প্রমাণ করতে চাইছে লাদেন নিহত হয়েছে সেখানে আন্তর্জাতিক সন্ত্রাসী অস্ত্র ব্যবসায়ী খালিলি (পীযুষ মিশ্র) চাইছে বিশ্ব বিশ্বাস করুক লাদেন বেঁচে আছে। শুরু হয় একটি দেশ আর এক ব্যবসায়ীর মাঝে দড়ি টানাটানি। এর মধ্যে জড়িয়ে পড়ে শর্মা (মনীষ পাল)। সে বলিউডে একজন সূচনা পর্যায়ের পরিচালক। ভাল কোনও কাজ পায়নি। অপেক্ষায় আছে কবে ভাল একটা কাজ পাবে। মার্কিন এজেন্ট ডেভিড চাড্ডা (সিকান্দার খের) তাকে সেই সুযোগ এনে দেয়। তাকে একটি চলচ্চিত্র নির্মাণের কাজ দেয়া যার বিষয় বিন লাদেন। আর বিন লাদেনের ভূমিকায় অভিনয় করবে ঠিক একই রকম দেখতে প্রাদ্দি সিং (প্রধুমান সিং)। তাদের একটি নকল ডকুমেন্টারি ফিল্ম বানাতে হবে যাতে প্রমাণিত হয় বিন লাদেন আসলে নিহত হয়েছে।
রৌতেলা, ঋষি কাপুর, ভারতী সিং)
৫। ফিতুর (আদিত্য রায় কাপুর, ক্যাটরিনা কাইফ, টাবু, অদিতি রায় হায়দারি, রাহুল ভাট, অক্ষয় ওবেরয়, লারা দত্ত, সুচিত্রা পিল্লাই, গোবিন্দ নামদেব, তালাত আজিজ)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।