প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘তেরে বিন লাদেন’ ফিল্মটির সিকুয়েলে আলি জাফর পূর্ণাঙ্গভাবে থাকছেন না ব্যাপারটি চলচ্চিত্রটি ও অভিনেতাটির ভক্তদের খুব হতাশ করেছিল। তবে একটু যা আশার তিনি অতিথি হিসেবে থাকছেন তাতে অনেকে কিছুটা হলেও খুশি।
কিছুদিন আগে পর্যন্ত জানা ছিল না ৩৫ বছর বয়সী পাকিস্তানি অভিনেতাটির এই অতিথি ভূমিকাটির স্বরূপ কী। সর্বশেষ জানা গেছে তিনি ‘তেরে বিন লাদেন : ডেড অব অ্যালাইভ’-এর টাইটেল সঙ্গীত ‘সিক্স প্যাক অ্যাবস’-এর সঙ্গে পারফর্ম করবেন।
আলি জানিয়েছেন গানটির জন্য তাকে বেশ কসরত করে পেশল শরীরে অধিকারী হতে হয়েছে।
এছাড়া তাকে গানটি লেখা, সুর দেয়া আর কম্পোজ করার দায়িত্বও দেয়া হয় তাকে। তিনি জানান আইটেম গানের ধারণায় গানটির অবস্থান বেশ মজার আর সিক্স প্যাক অ্যাব অর্জন গানটির হিট হওয়া নিশ্চিত করেছে।
‘টোটাল সিয়াপ্পা’ তারকাটি জানান গানটি কম্পোজ করা ক্ষেত্রে তিনি পুরনো ও নতুন ধারা বলিউড সঙ্গীতের সমন্বয় ঘটিয়েছেন।
কেন্দ্রীয় ভূমিকায় মনীশ পালের অভিনয়ে ‘তেরে বিন লাদেন : ডেড অব অ্যালাইভ’১৯ ফেব্রæয়ারি মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।